জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ২৪ মার্চ ২০২১ তারিখে এনডিপির শিক্ষা সহায়তা কর্মসূচির আয়োজনে দরিদ্র মেধাবি ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এনডিপি’র সিএসআর ফান্ড ও ঋণ সহায়তা কর্মসূচির অর্থায়নে সংস্থার প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে, এম, রাকিবুল হুদা, অফিসার ইনচার্জ, কামারখন্দ থানা, সিরাজগঞ্জ এবং শফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জ।
১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এ লক্ষ্যে গুরুদাসপুর উপজেলা চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ কফিল উদ্দিন ৫৯ জন চক্ষু রোগী, নাটোর সদর হাসপাতালের মেডিসিন ডাক্তার মোঃ কামরুল হাসান ৫৭ জন সাধারন রোগী এবং চাঁচকৈড় চলন বিল ক্লিনিকের হার্ট এর ডাক্তার মোঃ আক্তারুজ্জামান (আশিক) ৪৫ জন মহিলা রোগী সহ মোট- ১৭৭ জন নারী ও পুরুষ গরীব রোগীর বিনামূল্যে স্বাস্থ্য চেক আপ করে প্রেসক্রিশন ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয় ।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর পক্ষ হতে স্বাধীনতা স্কয়ারে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাবনা জেলার বেড়া উপজেলায় সম্বৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বঙ্গ বন্ধুর জীবনি,৭ই মার্চের ভাষন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির ২১টি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী ও শিক্ষক,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এনডিপি’র কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।